Wednesday, November 9, 2011

Bengali Part 1


Roy Group


Welcome in our RoyGroup Forex School.
***** Frequently we update our blog please stay with us 
ফরেক্স শেখাটা নতুনদের জন্য খুব একটা সহজ নয়।
ভয় দেখানোর জন্য নয়। যারা দীর্ঘদিন ধরে ফরেক্স ট্রেড করে আসছে তারা কিন্তু সত্যিকার অর্থেই তা মনে করে।
আর তাই এই কঠিন কাজটা কে সহজ করতেই এসেছে বিডিপিপস বাংলা ফরেক্স স্কুল।
সমস্ত স্কুলটাকেই সাজানো হয়েছে প্রয়োজনীয় সকল বিষয় ও অসংখ্য মজাদার কৌতুক দিয়ে যা আপনার ভাল না লাগলেই নয়। এটা আপনার ফরেক্স শেখার ইচ্ছা তো মেটাবেই, উপরুন্ত আনন্দও দিবে। একদমই বিশ্বাস হচ্ছে না? চলুন শুরু করা যাক !
আমাদের এই স্কুলটিকে এমনভাবে সাজান হয়েছে যাতে তা আপনাকে ফরেক্স বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ও দক্ষ ট্রেডার এবং ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে।
ফরেক্স শেখা হবে আপনার জন্য অনন্য একটি অভিজ্ঞতা। তখন আর আপনি দেশের গণ্ডির মধ্যে থাকবেন না। আপনাকে আমেরিকা, ইউরোপের বড় বড় অর্থনৈতিক নিউজগুলোর প্রতি নজর রাখতে হবে। ফরেক্স ট্রেডার হিসেবে বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় অর্থনৈতিক ঘটনাগুলোকে প্রাধান্য দিতে হবে। পরবর্তী দিন পত্রিকায় নিউজটি দেখে আপনি নিজেই ভাববেন যে এটা তো আপনি গতকাল ঘটার সাথে সাথেই জেনে গেছেন। ফরেক্স শেখা শুরু করার ১ মাস পরেই যে আপনি অনেক বেশী প্রফিট করা শুরু করে দিবেন এরকম চিন্তা থেকে বিরত থাকুন। ধাপে ধাপে আপনার প্রচেষ্টার মাধ্যমেই আপনি শিখবেন।


একজন সফল ট্রেডার এর গুণাবলী তিনটিঃ
  • Make Pips (পিপস বানানো)
  • Keep Pips (সেটাকে ধরে রাখা)
  • Repeat (বার বার পুনরাবৃত্তি করা)
পিপস কি তা আমরা পরে আপনাকে বিডিপিপস ফরেক্স স্কুলে জানাবো। যদি আপনি এই তিনটি কাজ বার বার করতে পারেন, একজন ফরেক্স সুপারস্টার হওয়ার পথে আপনি ঠিক রাস্তাতেই আছেন। কিন্তু মনে রাখবেন, কাজটা মোটেই সহজ নয়!
ফরেক্স ট্রেডিং সহজ নয়, কিন্তু প্রচুর পড়াশোনা ও কঠোর পরিশ্রম এর মাধ্যমে আপনিও একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারবেন। মনে রাখবেন ফরেক্সে যে সফল, তার কাছে আর যাই হোক, অর্থ কোনোদিন সমস্যা নয়।
মিথ্যা আশা দেখাচ্ছি? নিঃসন্দেহে এটা সত্যি। তবে, সেই যে আগেই বলেছি, ফরেক্স ট্রেডিং সহজ নয়। এটা যতই সহজ মনে হোক না কেন ... কখনও মনে করবেন না যে ফরেক্স ট্রেডিং জুয়ার মত, বাই বা সেল করবো, কিছু একটা তো হবেই। যদি এরকম ভাবেন, তবে আপনার উচিত এখনই ফরেক্সকে বিদায় জানানো।
আপনি কি মনে করেন ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করে এবং তা কাজে লাগিয়ে একজন সফল ফরেক্স ট্রেডার হওয়া আপনার পক্ষে সম্ভব?
If your answer is yes . please start your journey with RoyGroup Forex School 


অনেকেই আপনাকে ফরেক্সে ১০০% লাভের নিশ্চয়তা দেখাবে এবং সিগন্যালের কথা বলবে। কিন্তু আপনাকে ট্রেড করতে হবে নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। তাহলে শুরু করা যাক আমাদের যাত্রা। আপনাদের ভাল না লাগলেই নয়। শীঘ্রই 

Roy Group

 আরও নতুন নতুন কনটেন্ট যোগ করা হবে।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home